সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

ভোটের খরচ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যয় চূড়ান্ত করেছে সরকার। এবারের বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে সব মিলিয়ে ৩ হাজার ১৫০ কোটি টাকা খরচ হবে।

 

যার মধ্যে ২ হাজার ৮০ কোটি টাকা মূল বাজেটে বরাদ্দ থাকলেও, অতিরিক্ত খরচের জোগান দিতে বাজেটের ‘অপ্রত্যাশিত’ খাত থেকে আরও ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই চার্টারের ওপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের কাজের পরিধি ও ব্যয় উভয়ই বেড়েছে।

 

নির্বাচন কমিশনের ব্যয়ের ফর্দ বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বড় অংশ অর্থাৎ ৭৩০ কোটি টাকা ব্যয় হবে সংশ্লিষ্টদের দৈনিক খোরাকি ভাতায়। এছাড়া মনিহারি পণ্য কেনাকাটায় ৫৮১ কোটি, কর্মকর্তাদের সম্মানি বাবদ ৫১৫ কোটি এবং জ্বালানি ও যানবাহন ভাড়ায় প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবার প্রথমবারের মতো ১২৩টি দেশ থেকে নিবন্ধিত প্রায় ১৫ লাখ প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান নিশ্চিত করতেও বড় অংকের অর্থ ব্যয় হচ্ছে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, আগের নির্বাচনগুলোর তুলনায় উপকরণের দাম ও ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি পাওয়ায় বাজেটের এই আকার বৃদ্ধি পেয়েছে।

 

অর্থ মন্ত্রণালয় এই বিপুল অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর স্বচ্ছতা ও জবাবদিহির শর্ত জুড়ে দিয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অর্থের কোনো সংকট হবে না। ইতোমধ্যে বরাদ্দের প্রথম কিস্তি ছাড় করা হয়েছে এবং বাকি অর্থ পর্যায়ক্রমে নির্বাচনের আগেই পৌঁছে দেওয়া হবে। এই বিপুল ব্যয়ে ১০ লাখের বেশি প্রিসাইডিং ও পোলিং অফিসারের প্রশিক্ষণ কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে, যা বর্তমানে দেশজুড়ে চলমান।