নতুন বছরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার
নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক সূচক হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। তিনি উল্লেখ করেন, “গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে।”
বর্তমান অর্থবছর জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১.৪০ শতাংশ।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং দেশের ইতিহাসে একটি মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এছাড়া নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বরের রেমিট্যান্স যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
গত অর্থবছর ২০২৪-২৫ জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার, যা কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেছে।
