রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে ভাষণ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগ্রহীত 

 

বিএনপি ক্ষমতায় এলে যেকোনো মূল্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনি মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

 

সমাবেশে তারেক রহমান বলেন, “আমরা যত পরিকল্পনার কথা বলেছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুই বিষয়ের ওপর নজর দিতে হবে।” তিনি জানান, এই দুই বিষয় হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ।

 

মানুষের নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, নিজ দলের কেউ অপরাধ করলেও ছাড় দেয়নি বিএনপি।” জনগণের সমর্থন পেলে আগামী দিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

 

দুর্নীতির বিষয়ে তারেক রহমান বলেন, “ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে, এটা দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, দুর্নীতি যেই করুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের কাছে অপরাধীর কোনো পরিচয় থাকবে না।

 

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, “এই সেই চট্টগ্রাম, সেই পূণ্যভূমি, যেখান থেকে ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।” তিনি জানান, চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।

 

তিনি আরও বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন।” গত ১৬ বছরে জনগণের রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।