রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

সুখবর দিলেন অপু বিশ্বাস

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

সাময়িক বিরতির পর নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি নিয়ে পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে এরই মধ্যে দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন তিনি।

 

কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে বড় পর্দায় ফেরার কথা জানান অপু বিশ্বাস। বর্তমানে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিং করছেন তিনি। এর মাঝেই এলো আরও এক সুখবর—প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার।

 

অপু বিশ্বাস অভিনয় করতে যাচ্ছেন থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্মে, যার নাম ‘শিকার’। ছবিটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-খ্যাত নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে ওয়েব ফিল্মটির জন্য অপু বিশ্বাসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

 

এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং। পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

 

‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও বেশ কয়েকজন শিল্পী। শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।