রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

স্টুডেন্ট লোন চালু ও ঋণ সহজ করার ঘোষণা তারেক রহমানের

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

বাংলাদেশে উচ্চশিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের আর্থিক সংকট দূর করতে স্টুডেন্ট লোন চালু এবং ব্যাংক ঋণ প্রক্রিয়ার জটিলতা সহজ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সব আইন পরিবর্তন সম্ভব না হলেও ঋণ ব্যবস্থাকে বাস্তবমুখী ও সহজ করা সম্ভব।

 

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে আয়োজিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সামনে এসব পরিকল্পনার কথা জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।

 

তারেক রহমান বলেন, অনেক তরুণ বিদেশে পড়াশোনা করতে চাইলেও ভিসা ফি ও অন্যান্য খরচ জোগাড় করতে না পারায় সেই সুযোগ হারায়। এই বাস্তবতা বিবেচনায় রেখে বিএনপি স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে।

 

তিনি আরও বলেন, আগের সরকারের উন্নয়নকেন্দ্রিক নীতির কারণে পরিবেশের বড় ক্ষতি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

চাঁদাবাজি ও অপরাধ দমনে প্রশাসনকে কঠোর বার্তা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দৃঢ় অবস্থান নিলেই অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। বাকি অংশ প্রশাসনিকভাবে মোকাবিলা করা সম্ভব।