৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
লাকসাম প্রতিনিধি
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
লাকসাম পৌর শহরের পাইকপাড়া দক্ষিণ মসজিদের পেশ ইমাম ৩৮ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত প্রাইভেট গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।
২৩ জানুয়ারি ফুলসজ্জিত গাড়িতে ওই ইমামকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম দৌলতগঞ্জ গাজীপুরা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
৭০ বছর বয়সী ইমাম মাওলানা মোশারফ হোসেন লালমাই উপজেলার বেলঘর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ১৯৮৭ সাল থেকে টানা ৩৭ বছর ধরে পাইকপাড়া দক্ষিণ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত প্রাইভেট গাড়িতে করে তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির সামনে দুই সাদা দড়ি ধরে মাদ্রাসার ছাত্র, কমিটি ও এলাকাবাসী বিদায় জানান। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।
পাইকপাড়া দক্ষিণ জামে মসজিদের খতিব মাষ্টার আবুল কাশেম শাহজাহান জানান, “তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছেন। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করুন। তিনি ইমামতির মাধ্যমে আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন।”
বিদায়ের পূর্ব মুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোশারফ হোসেন বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে, আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজনের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য, মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবকে নগদ ১ লাখ টাকা, কাপড় ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
