ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তি হয়েছে, এমন অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে দলটি। বিএনপির ভাষ্য অনুযায়ী, এই প্রচারের পেছনে রয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির কৌশলগত উদ্দেশ্য।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব প্রচার হচ্ছে, তা রাজনৈতিক অপকৌশল। এটা জামায়াতের অপপ্রচার।’
ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অস্তিত্ব নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে সেটা ওনার অজ্ঞতা। আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।’
সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানের চেতনা ও বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি সেটা হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা এটিকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি।’
ভুল তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে মাহদী আমিন বলেন, ‘বিতর্ক তৈরি করা বা ভুল তথ্য যারা ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য রাজনৈতিক। বিএনপির রাজনীতি সবসময় দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতার ওপর কেন্দ্রিত।’
এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের নামে প্রতারণার আশঙ্কার কথাও তুলে ধরেন এবং বলেন, এ ধরনের কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও জানানো হয়। মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পলিসি টকে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
