কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০২:১০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
কুমিল্লার বার্ড কনফারেন্স হলরুমে এসএমএস ফিডস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান ভূঁইয়া।
এসএমএস ফিডস লিমিটেডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) দীপক চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আবদুল হালিম এবং সিনিয়র ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
পরিবেশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী বিল্লাল হোসেন, অহিদুর রহমান, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী লিটন, খোরশেদ আলম, সালাউদ্দিন, আবদুল মালেক, বাছির উদ্দিন ও কাজী লুৎফর রহমান। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত আরও বহু ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার জানান, শিগগিরই কোম্পানির উদ্যোগে তেলাপিয়া হ্যাচারি ও মুরগির হ্যাচারি স্থাপন করা হবে। এ লক্ষ্যে তিনি সকল ডিলারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে ডিলারদের মধ্যে কোম্পানির পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়। পরে মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
