নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
নির্বাচনি প্রচারের আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা যাবে না বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের চেষ্টা করছে, যা কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র বহন বা হস্তান্তর করা শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তিকে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার দিতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবে না।
ইসি জানিয়েছে, এই ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এবং সকল নাগরিক ও সংগঠনকে এগুলি থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
