করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
পাকিস্তানের করাচিতে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বেড়েছে। উদ্ধার অভিযানের সময় একটি দোকান থেকেই একসঙ্গে অন্তত ৩০টি মরদেহ পাওয়ার পর মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
বুধবার (২১ জানুয়ারি) দেশটির গণমাধ্যম জিও নিউজ জানায়, করাচির গুল প্লাজার মেজানাইন ফ্লোরে অবস্থিত একটি ক্রোকারিজ দোকান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা জানান, এটি গত এক দশকে করাচির অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড।
দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, দোকানটির ভেতর থেকেই উদ্ধার হওয়া মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর ভবনের অন্যান্য অংশে অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। শুরুতে সেখানে ২০ থেকে ২৫ জনের মরদেহ থাকার আশঙ্কা করা হলেও পরে সংখ্যাটি বেড়ে ৩০-এ দাঁড়ায়।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানের সময় নিরাপত্তাজনিত কারণে রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স ও চিপা স্বেচ্ছাসেবকদের সাময়িকভাবে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো দোকান মালিক, কর্মচারী নাকি ক্রেতাদের, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বের হওয়ার বেশিরভাগ পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ আশ্রয়ের জন্য দোকান ও বিভিন্ন কোণা ও ছাউনি দেওয়া স্থানে ঢুকে পড়েন, যা পরে তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।
এদিকে করাচি সাউথের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভবনের কয়েকটি অংশ এখনও পুরোপুরি তল্লাশি করা সম্ভব হয়নি। সেসব স্থানে দিনের পরবর্তী সময়ে উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে জানানো হয়েছে।
