বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

যেসব আসনে জয়ের স্বপ্ন দেখছে নবীন দল এনসিপি

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ১২:২১ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নবীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি আসন সমঝোতার মাধ্যমে ৩০টি আসন পেলেও প্রার্থিতা প্রত্যাহার না করায় আরও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে এবারের নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মোট ৩২টি আসনে মাঠে রয়েছে এনসিপি।

 

দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ১০টি আসনে শক্ত অবস্থানে রয়েছেন এনসিপির হেভিওয়েট প্রার্থীরা। ঢাকায় ঢাকা-৮, ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে দলের শীর্ষ নেতাদের ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এসব আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থীরা থাকলেও জোটগত সমর্থনে ভালো লড়াইয়ের আশায় এনসিপি।

 

ঢাকার বাইরে রংপুর-৪, কুমিল্লা-৪, পঞ্চগড়-১, নোয়াখালী-৬, নারায়ণগঞ্জ-৪, কুড়িগ্রাম-২ ও দিনাজপুর-৫ আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি নেতাকর্মীদের। বিভিন্ন জরিপ ও স্থানীয় সমীকরণে এসব আসনে জয়ের সম্ভাবনা দেখছে দলটি।

 

তবে ৩০টি আসনের মধ্যে অন্তত ছয়টিতে জোটের অন্য প্রার্থীরা থাকায় চ্যালেঞ্জে পড়েছে এনসিপি। তবুও দলটির নেতৃত্বের আশা, এবারের নির্বাচনে ৮ থেকে ১০ জন প্রার্থী সংসদে যেতে পারেন এবং তরুণ নেতৃত্ব জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।