বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

বিএনপির সিদ্ধান্ত অমান্য, ব্রাহ্মণবাড়িয়ায় তিন নেতা বহিষ্কার

মোঃ সাইফুল ইসলাম

প্রকাশিত : ১১:০০ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাক্ষণবাড়ীয়ায় তিন জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বহিষ্কারকৃত বিএনপির নেতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন,

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।