বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল

এস এম দুর্জয়, গাজীপুর

প্রকাশিত : ১১:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শিল্পাঞ্চল শ্রমিক দলের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের কলেজ মোড় এলাকায় সিএনজি স্ট্যান্ডে এ দোয়া মাহফিল ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

 

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদ, প্রচার সম্পাদক আরিফুর রহমান, মাওনা আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর আলম জামাল।

 

এ ছাড়া জৈনা বাজার সিএনজি স্ট্যান্ড ইউনিট কমিটির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ আমির শেখ, রুবেল, রফিক, মাজহারুলসহ শিল্পাঞ্চল শ্রমিক দলের জৈনা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নেতাকর্মীরা বলেন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা এবং আগামী নির্বাচনে গাজীপুর-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।