লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
রিয়াদ হোসাইন স্টাফ রিপোর্টার:
প্রকাশিত : ০৯:২২ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
কোরআন–সুন্নাহভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের চেয়ার মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক-এর নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গত ২১ জানুয়ারি, বুধবার বাদ মাগরিব, লাকসাম ফেয়ার হেলথ হাসপাতালের পাশ্ববর্তী একটি নবনির্মিত ভবনের নিচতলায় ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফুল ইসলাম আনসারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট লাকসাম উপজেলা সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক হেলালি, লাকসাম উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম আনসারী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, ডঃ মাসুক।
এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ইসলামিক যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, ছাত্রসেনা সভাপতি মোঃ শাফায়েত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন শিপনসহ ইসলামিক ফ্রন্ট ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চেয়ার মার্কার পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
