বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা বিনতে আলী। ছোট পর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।
জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও।
সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’
উল্লেখ্য, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জীবনের ‘গ্যারান্টি নাই’। এরপর, তিনি প্রায় ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেন।
ক্যারিয়ারে শাকিব খান, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বোসহ অনেক জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
অশ্লীলতার চরম দুঃসময়ে শাকিবা সিনেমা থেকে বিরতি টানেন। এরপর তাকে কিছু টিভি নাটকে দেখা গেছে। আবারও ফিরে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে আবারও কাজ থেকে দূরে রয়েছেন তিনি। অন্যদিকে উজ্জ্বলও একসময় নিয়মিত অভিনয় করতেন। যদিও এখন অবশ্য অনিয়মিত তিনি।
