বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ পেয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার পক্ষে প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

 

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল মিন্টু বলেন, "নুরুজ্জামান লিটন শার্শার মাটি ও মানুষের নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে এবং আমরা এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।"

 

প্রতীক বরাদ্দের সময় বেনাপোল পৌর বিএনপি, উপজেলা বিএনপি, কৃষকদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নুরুজ্জামান লিটনের প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবরে শার্শার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারা আজ থেকেই নির্বাচনি এলাকায় ঘরোয়া বৈঠক ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।