বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা প্রস্তাব

তরুণকণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর নিয়ে আসছে নতুন বেতন কাঠামো। জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাবনা তৈরি করেছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পে-কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার হাতে এই প্রতিবেদন তুলে দেবেন।

 

কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ধাপে মূল বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা (মন্ত্রিপরিষদ সচিব) থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। ১০ম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা সম্প্রসারণ এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বিশেষ করে যারা ২০ হাজার টাকার নিচে পেনশন পান, তাদের ভাতা ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

 

পৌর বা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা যোগ করলে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মাসিক বেতন দাঁড়াবে প্রায় ৪২ হাজার টাকা। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত এই কমিশন ছয় মাস কাজ করার পর আজ তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিচ্ছে। এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন।