নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল ২০ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকায় তার নাম নিশ্চিত করা হয়।
প্রতীক পাওয়ার পর দৈনিক তরুণ কণ্ঠের সাথে একান্ত আলাপকালে ড. আব্দুল মঈন খান তার নির্বাচনি পরিকল্পনা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "ধানের শীষ কেবল একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি এদেশের নিপীড়িত মানুষের মুক্তির সনদ। দীর্ঘ সংগ্রামের পর আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি।"
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে তিনি বলেন, "তরুণরাই একটি দেশের প্রাণশক্তি। এবারের নির্বাচনে তরুণদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে এবং মেধার মূল্যায়ন হবে।" ড. মঈন খান আরও যোগ করেন, "নরসিংদী-২ আসন আমার প্রাণের জায়গা। এখানকার মানুষ বারবার ধানের শীষকে বিজয়ী করেছে, আমি আশাবাদী এবারও পলাশবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে।"
উল্লেখ্য যে, ড. মঈন খান এর আগেও ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের সন্তান এই বর্ষীয়ান রাজনীতিকের পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে নির্বাচনি লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রাখছে। আগামী দিনগুলোতে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় থাকবে বলে তিনি দৈনিক তরুণ কণ্ঠের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আগামীকাল ২২ জানুয়ারি থেকে ড. মঈন খান তার নির্বাচনি এলাকায় আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। উল্লেখ্য যে, এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে 'জুলাই সনদ' নিয়ে একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
