বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. তাসনিম জারা জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

 

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েক দিন ধরে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্নই বারবার এসেছে-নির্বাচনের প্রতীক কী হবে। খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে বাসিন্দারা জানতে চেয়েছেন, ব্যালট পেপারে আমাকে কোন প্রতীকে খুঁজে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট ও নিশ্চিত উত্তর পাওয়া গেছে।

 

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রচারণার প্রতিটি ধাপে আমরা যে রাজনীতির স্বপ্ন দেখি-স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি-সেই মূল্যবোধই তুলে ধরা হবে।

 

ডা. তাসনিম জারা আরও বলেন, এই যাত্রায় জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাইকে দোয়া ও শুভকামনা জানাতে এবং পাশে থাকার আহ্বান জানান তিনি।