মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৭ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

প্রবাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ও সিআইপি সম্মাননা উপলক্ষে সংবর্ধনা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ও প্রবাসী পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


পটিয়ার কৃতি সন্তান, বিএনপি নেতা ও জননেতা হাজী মুহাম্মদ আবুল বশর দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতে শারজাহর হোদাবিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ আবুল বশর সিআইপি। কেন্দ্রীয় সদস্য ও আহ্বায়ক কমিটি, ইউএই; সিনিয়র সহ-সভাপতি, আবুধাবি বিএনপি এবং সাবেক প্রধান উপদেষ্টা, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি (ইউএই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক।

 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জিয়া পরিষদ ইউএই এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু, ইউএই বিএনপির সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন,  পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএই  উপদেষ্টা মোহাম্মদ সাইদুল জাভেদ, এবং পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএই এর সাবেক উপদেষ্টা নুরুল করিম বাবলু।

 

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএই এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা বিএনপি নেতা শওকত আলী সাকিব।


মাওলানা জাহাঙ্গীর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ শহীদুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাবীব, মামুনুল হক, রুবেল হোসেন, মোরশেদসহ আরও অনেকে।
সভা শেষে গণতন্ত্রের জননী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসীদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”— এই স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের পাশাপাশি প্রবাসী পরিবারগুলোকেও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে সকল প্রবাসী নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।