মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৭ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

জানুয়ারিতে আরও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা কতটা? যা জানা গেল

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

চলতি জানুয়ারিতে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দফা শৈত্যপ্রবাহের প্রভাব পড়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়। তবে মাসের শেষ ভাগে নতুন করে শৈত্যপ্রবাহ আসবে কিনা, এ নিয়ে জনমনে তৈরি হওয়া শঙ্কা কিছুটা কমিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, জানুয়ারির বাকি সময়জুড়ে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, এতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা দেখছি না।”

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।