মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৭ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

৭৬০ কোটির স্মৃতিঘেরা বাড়ি সংস্কারে সানি ও ববি দেওলের সিদ্ধান্ত

বিনোদন কণ্ঠ

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণের পর তার স্মৃতিবিজড়িত জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন সানি দেওল ও ববি দেওল। প্রায় ৭৬০ কোটি রুপি মূল্যের এই আইকনিক বাড়িটি পুরোপুরি ভাঙা না হলেও আধুনিকায়নের অংশ হিসেবে নতুনভাবে সাজানো হবে।

 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রর এই বাংলোটিতে দীর্ঘদিন ধরে বলিউডের বহু তারকা ও নির্মাতার যাতায়াত ছিল। তবে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জায়গার সংকট দেখা দিয়েছে। সে কারণেই বাড়ির ওপর একটি অতিরিক্ত তলা যুক্ত করার পাশাপাশি অভ্যন্তরীণ কাঠামো নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এদিকে, সম্প্রতি ধর্মেন্দ্রর স্মরণসভাকে ঘিরে দেওল পরিবারের ভেতরের দূরত্বের গুঞ্জন শোনা যায়। সানি ও ববি মুম্বাইয়ে আলাদা স্মরণসভা আয়োজন করলেও হেমা মালিনী ও তার কন্যারা দিল্লিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন। এই পারিবারিক আলোচনার মধ্যেই বাংলো সংস্কারের খবর নতুন করে আলোচনায় এসেছে।

 

দেওল ভাইয়েরা জানিয়েছেন, আবেগ ও স্মৃতিকে সম্মান জানিয়ে পরিবারের ভবিষ্যৎ প্রয়োজনের কথা বিবেচনায় রেখেই বাড়িটির পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।