প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় এনসিপির নাহিদ-আসিফ
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং নির্বাচনী পরিবেশ ঘিরে বিভিন্ন অভিযোগ ও পর্যবেক্ষণ তুলে ধরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিষয়ে এনসিপির অবস্থান ও আপত্তির কথা তুলে ধরা হবে।
উল্লেখ্য, এর আগের দিন রোববারই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। ওই বৈঠকে তারা দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেন এবং এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করার কথাও জানান।
