সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

সংখ্যালঘু ঘটনার বেশিরভাগই সাম্প্রদায়িক নয়: অন্তর্বর্তী সরকার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

 

পুলিশের নথি বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ঘিরে সংঘটিত ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে যেসব অপরাধকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে তুলে ধরা হচ্ছে, তার বড় অংশই প্রকৃত অর্থে সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত নয়।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ২০২৫ সালে সংখ্যালঘু-সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পুলিশের রেকর্ডে পাওয়া গেছে। এসব ঘটনার তথ্য-উপাত্ত যাচাই করে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক ঘটনায় ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক উদ্দেশ্যের প্রমাণ নেই।

 

সরকারি বিশ্লেষণে বলা হয়, মোট ঘটনার মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান শনাক্ত হয়েছে। বিপরীতে বাকি ৫৭৪টি ঘটনাকে সাধারণ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর সঙ্গে ধর্মীয় পরিচয়ের কোনো প্রত্যক্ষ সম্পর্ক পাওয়া যায়নি।

 

সরকার জানায়, সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত ঘটনাগুলোর বেশিরভাগই উপাসনালয় বা প্রতিমা ভাঙচুর ও অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট। অন্যদিকে সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে কেন্দ্র করে সংঘটিত অধিকাংশ ঘটনাই জমি বিরোধ, পারিবারিক ও প্রতিবেশী দ্বন্দ্ব, রাজনৈতিক বিরোধ, চুরি, যৌন সহিংসতা কিংবা পুরোনো শত্রুতার জের থেকে ঘটেছে।

 

পোস্টে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে নির্ধারিত হয় না। বরং এসব ঘটনা মোকাবিলায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টাই পরিস্থিতি মূল্যায়নের প্রধান মানদণ্ড। কিছু চ্যালেঞ্জ বিদ্যমান থাকলেও সার্বিকভাবে মুসলিম, হিন্দু ও অন্যান্য সব নাগরিকের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার।