সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

শাবির প্রশাসনিক ভবনে তালা, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

 

হাইকোর্টের স্থগিতাদেশের পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত দিনে আয়োজনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত ভোটগ্রহণ নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন ঘিরে অবস্থান নিয়ে স্লোগান-মিছিল করে তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধে যানজটের সৃষ্টি হয়, গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন জানান, “মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট হতে হবে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব।”

 

প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় উপাচার্য, উপ-উপাচার্যসহ কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন।

 

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বিএনপিপন্থি আট জন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিপরীতে জামায়াতে ইসলামীপন্থি শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক-ইউটিএল-এর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার নির্বাচনের দাবি জানান এবং নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন।

 

প্রসঙ্গত, শাকসু নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে রোববার (১৮ জানুয়ারি) স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ-এর পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয় । সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করেন।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী ও প্রার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।