সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। অভিযোগে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জ ক্লাবে বসে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় এবং রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

 

এতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা শেষে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনার ভিত্তিতে তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।