রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস ইজিবাইক চাপা দিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ইজিবাইকের যাত্রী, একজন বাসের হেলপার এবং একজন বাসযাত্রী।

 

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঘটনাটি ঘটে। বাসটি মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

 

ওসি জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

 

নিহতদের লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের হাসপাতাল ভর্তি করা হয়েছে।