শেখ হাসিনা–টিউলিপ–রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি ১০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হবে।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের দিন ধার্য করেন। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্যমতে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান মামলা করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এর আগে গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
