ক্রিকেটারদের বয়কটের জেরে অনির্দিষ্টকালের স্থগিত বিপিএল
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে। একই সময়ে ক্রিকেটারদের ম্যাচ বয়কট ও কোয়াবের চাপের কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফ্রাঞ্চাইজিদের আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব আজ শুরু হওয়ার কথা থাকলেও কোয়াবের অবস্থান ও খেলোয়াড়দের অনমনীয় আচরণের কারণে দিনের সব ম্যাচ বাতিল হয়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়্যারিয়র্সের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। তার আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচও অনুষ্ঠিত হয়নি।
