চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ, চালকসহ গ্রেফতার ৩
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজশিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে গ্রেফতার করা হয় বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বিকে (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের ওই কলেজছাত্রী সাভারের রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য বাসে ওঠেন। প্রথমে বাসে দুইজন যাত্রী থাকলেও পরে তারা নামার পর শিক্ষার্থীকে আটকে রাখা হয়। অভিযুক্তরা তার স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণ করে।
পরদিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় হাইওয়ে পুলিশ বাসটি আটক করে এবং জিজ্ঞাসাবাদে ঘটনা জানার পর টাঙ্গাইল সদর থানার কাছে আসামি ও ভিকটিমকে হস্তান্তর করা হয়।
২০২৫ সালের ২০ মে একই এলাকায় আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছিল।
