বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

শেষকৃত্যের অনুষ্ঠানেই জীবিত হয়ে উঠলেন ১০৩ বছরের বৃদ্ধা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার রামটেক এলাকায় এক অদ্ভুত ও চমকপ্রদ ঘটনা ঘটেছে। ১০৩ বছর বয়সী গঙ্গা শাঁখারীকে মৃত ঘোষণা করার পর শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন তিনি হঠাৎ জীবিত হয়ে ফিরে আসেন।

 

মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বী গঙ্গাকে প্রথা অনুযায়ী নতুন শাড়ি পরানো হয়। মৃত ব্যক্তির সঙ্গে চলমান শেষকৃত্যের অংশ হিসেবে তার হাত ও পা বেঁধে নাকে তুলা গুঁজে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা শোকাহত ছিলেন।

 

কিন্তু হঠাৎ গঙ্গার নাতি রাকেশ শাঁখারী তার দাদীর পায়ে মৃদু নড়াচড়া লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে নাকে থেকে তুলা তুলে দেখেন, তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

 

পরিবার দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন এবং গঙ্গাকে বাঁচিয়ে আনেন। এক মুহূর্তে শেষকৃত্যের আয়োজন জন্মদিনের উদযাপে রূপ নেয়। সেই দিনটি গঙ্গার ১০৩তম জন্মদিনও ছিল। তাই সবাই মিলে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই চমকপ্রদ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এটি মানব জীবনের অদ্ভুত রহস্য ও আশ্চর্যের এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।