সম্পত্তির দৌড়ে দিশার কাছে অনেকটাই পিছিয়ে তালবিন্দর
বিনোদন অনলাইন
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বলিউড অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী দিশা পাটানি। টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নতুন প্রেমে জড়িয়েছেন-এমন গুঞ্জনেই এখন সরগরম বি-টাউন। শোনা যাচ্ছে, দিশার নতুন সঙ্গী জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং। প্রেমের এই খবরে ভক্তদের আগ্রহের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুজনের আর্থিক অবস্থানও। সম্পত্তির হিসাবে কে কতটা এগিয়ে, তা নিয়েই চলছে নানা বিশ্লেষণ।
পাঞ্জাবি সংগীত জগতে তালবিন্দর সিং পরিচিত ও জনপ্রিয় নাম। ‘খয়াল’, ‘নাশা’, ‘উইশেস’-এর মতো হিট গানের মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করেছেন। দেশ ও বিদেশে নিয়মিত শো করেন এই গায়ক, আর গান ও কনসার্ট থেকে তার আয়ও কম নয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালবিন্দরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। জনপ্রিয়তায় তিনি পিছিয়ে না থাকলেও, আর্থিক বিচারে প্রেমিকা দিশার তুলনায় অনেকটাই পেছনে রয়েছেন তিনি।
অন্যদিকে, বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় থাকা দিশা পাটানির সম্পদের পরিমাণ সত্যিই নজরকাড়া। জানা যায়, তার মোট সম্পত্তির মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। একটি সিনেমার জন্য তিনি নেন কমপক্ষে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক। পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের এনডোর্সমেন্ট থেকেও আসে বিপুল আয়-প্রতি বিজ্ঞাপনে দিশার পারিশ্রমিক দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত।
এছাড়াও মুম্বাইয়ে দিশার রয়েছে দুটি বিলাসবহুল ফ্ল্যাট, যেগুলোর প্রতিটির আনুমানিক মূল্য পাঁচ থেকে ছয় কোটি টাকা। তার সংগ্রহে আছে মার্সিডিজ, রেঞ্জ রোভার ও অডির মতো একাধিক দামি গাড়ি। সব মিলিয়ে সম্পদের দৌড়ে তালবিন্দরের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছেন এই বলিউড নায়িকা।
দিশা-তালবিন্দরের প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয় অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে। সেখানে দিশার ঘনিষ্ঠ বন্ধু মৌনী রায়ের সঙ্গে তালবিন্দর সিংকে একাধিকবার দেখা যায়। একটি ভাইরাল ভিডিওতে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে তালবিন্দরকে আড়াল করার চেষ্টাও করতে দেখা যায় মৌনীকে। এছাড়া ককটেল পার্টিতে মৌনীর স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ আড্ডাও নজরে আসে।
এই সব ঘটনার পর থেকেই বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দিশা পাটানি বা তালবিন্দর সিং-সবকিছুই রয়ে গেছে জল্পনার পর্যায়েই।
