ঢাকা-সহ সারা দেশে তাপমাত্রা কমতে পারে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
দেশের বিভিন্ন এলাকায় আজ (১৪ জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর সঙ্গে কুয়াশাও থাকতে পারে এবং এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হতে পারে।
সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি। অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা ছিল, রাজশাহী ১০.৮, রংপুর ১২.৬, ময়মনসিংহ ১৪.২, সিলেট ১৪, চট্টগ্রাম ১৬.৫, খুলনা ১২.৫ এবং বরিশাল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
