বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

 

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছে। এই পদক্ষেপ দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়।

 

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এই ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। এই সময় আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের বহু বন্দিকে ক্ষমা করে দেন।

 

সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর জাতীয় দিবস, ঈদ ও অন্যান্য প্রধান ধর্মীয় উৎসবের সময় শাসকরা দণ্ডিতদের জন্য এমন রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। এর লক্ষ্য হলো ক্ষমাশীলতা প্রদর্শন, সমাজে পুনর্মিলন এবং পরিবারে ফেরার সুযোগ নিশ্চিত করা।

 

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন। এ পদক্ষেপ তাদের নতুনভাবে জীবন শুরু করার এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ দেয়।

 

সংযুক্ত আরব আমিরাতের এই উদ্যোগ দেশের শাসকের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতি তাদের প্রতিশ্রুতিকে শক্তভাবে প্রতিফলিত করে।

 

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। এ দিনটি ১৯৭১ সালে আলাদা আলাদা আমিরাতসমূহকে এক পতাকার নিচে ঐতিহাসিকভাবে একত্রিত হওয়ার স্মরণে পালন করা হয়।