১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কারণ যা জানা গেল
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত আর হচ্ছে না। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ওই সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানান। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছিল।
জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদ সম্মেলনে ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অভ্যন্তরীণ সমন্বয় ঘাটতির কারণে তা বাতিল করা হয়।
সংবাদ সম্মেলন স্থগিতের পেছনের কারণ সম্পর্কে জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের এক কেন্দ্রীয় সিনিয়র নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতাই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে অংশ নিতে আগ্রহ দেখায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা জামায়তকে বলেছি, শরিক সবার সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের মাধ্যমে যেন সংবাদ সম্মেলন করা হয়। আশা করি এই জটিলতা দূর হবে। আমরা চেষ্টায় আছি।’
উল্লেখ্য, এই ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
