নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ভাষায়, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের দমনে পর্যাপ্ত সংখ্যক ফোর্স প্রস্তুত রাখা হয়েছে এবং কাউকেই পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে।
বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবীন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ ২৩০ বছরের ঐতিহ্য বহনকারী বিজিবি আজ একটি আধুনিক, সুসংগঠিত ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার দমন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় এই বাহিনীর ভূমিকা দেশবাসীর আস্থা অর্জন করেছে।
নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি শৃঙ্খলা ও কর্তব্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন প্রকৃত সৈনিক কখনো দায়িত্ব পালনে পিছপা হয় না। সততা, আনুগত্য, দক্ষতা ও উদ্দীপনাই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি।
তিনি বিজিবির চার মূলনীতি, ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’ অনুসরণ করে দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
এবারের ব্যাচে রেকর্ডসংখ্যক তিন হাজারের বেশি নবীন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বিজিবির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি সেরা রিক্রুটসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন সৈনিকদের পক্ষ থেকে সশস্ত্র সালাম, ট্রিক ড্রিল এবং বিজিবির বাদকদলের ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
