বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

এনসিপি ছাড়ার সিদ্ধান্তের কারণ জানালেন তাসনিম জারা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এনসিপি ছাড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে ব্যাখ্যা করলেন তিনি।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডা. তাসনিম জারা বলেন, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসেছেন। তার মতে, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতার ঘাটতি প্রকট।

 

তিনি বলেন, ‘বর্তমান ব্যবস্থায় অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার নিয়োগদাতা। ফলে প্রকৃত অর্থে জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি।’

 

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের মনোভাবের কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মানুষ এখন পরিবর্তন চায় এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতি মেনে নিতে প্রস্তুত নয়।

 

এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে এনসিপি ছাড়ার সিদ্ধান্তে পৌঁছাতে প্রভাবিত করেছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে পরে তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।