রাজাবাজারে গ্রিল কেটে জামায়াত নেতাকে হত্যা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় দুর্ধর্ষ কায়দায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে জামায়াতে ইসলামীর এক নেতাকে। নিহতের নাম মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫)। তিনি পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন হোমিও চিকিৎসক ও নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ঐতিহ্যবাহী তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ ডাকাতির ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে একদল দুর্বৃত্ত বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।
নিহতের স্বজনদের অভিযোগ, হত্যার আগে দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহকে কালেমা পাঠ করতে বাধ্য করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই তারা বাসা ত্যাগ করে। এ ধরনের আচরণ থেকে পরিবারের ধারণা, দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল তাঁকে হত্যা করা। তবে যাওয়ার সময় তারা বাসা থেকে নগদ প্রায় ৫ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা এই নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের প্রিয় শিক্ষককে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে–এটি নিছক ডাকাতি নাকি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্বশত্রুতা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
