বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ

দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন এবং মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।