মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ইরানে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) ইরানে পরিচালিত ভার্চুয়াল মার্কিন দূতাবাসের জারি করা এক সতর্কবার্তায় নাগরিকদের ‘বিলম্ব না করে ইরান ছাড়তে’ বলা হয়েছে।

 

সতর্কবার্তায় স্পষ্ট করে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি সহায়তা পাওয়ার সম্ভাবনা সীমিত থাকায় নাগরিকদের নিজ উদ্যোগেই দেশত্যাগের পরিকল্পনা করতে হবে। যারা কোনো কারণে ইরান ছাড়তে পারছেন না, তাদের নিজ বাসভবন বা নিরাপদ কোনো স্থাপনায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে সম্ভাব্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার কথা মাথায় রেখে বিকল্প যোগাযোগব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি অনুকূলে থাকলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে দেশ ছাড়ার পথ বিবেচনার কথাও উল্লেখ করা হয়েছে।

 

দ্বৈত নাগরিকত্বধারীদের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি না দেওয়ায় দেশ ছাড়তে হলে অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। এছাড়া মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখানো ইরানি কর্তৃপক্ষের কাছে আটক হওয়ার ঝুঁকি বাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

 

অন্যদিকে, ইরানে চলমান বিক্ষোভ ও সরকারের কঠোর দমননীতির প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে, সংকট নিরসনে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রয়োজনে সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রাখা হচ্ছে।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প সামনে রেখে সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। তিনি জানান, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের সামনে থাকা সম্ভাব্য পথগুলোর মধ্যে বিমান হামলাও একটি বিকল্প। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করেন না, যা ইরান ভালোভাবেই জানে। তবে পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।