সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ করেছে আইসিসি

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছে।

 

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে  উদ্বেগ তৈরি হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি পাঠিয়ে জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে ভারতে গেলে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

 

আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, চিঠিতে উল্লেখিত ঝুঁকির একটি হলো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানান, মোস্তাফিজ দলে থাকলে এটি দলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রভাব পড়তে থাকে ক্রীড়াঙ্গনে; আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায় না তারা।