কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মৃত জব্বার মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৪) এবং হারুন অর রশিদের ছেলে ফারুক হাসান (৩৮)কে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে রোববার থানায় মাদক আইনে মামলা (নং ১১(১)২৬) দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
