রায়হান রাফীর নতুন সিনেমায় দর্শক টানার আত্মবিশ্বাস বাবুর
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার
ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু আবারও নতুন সিনেমার কাজে ব্যস্ত। রায়হান রাফী পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘প্রেসার কুকার’–এর শুটিং শুরু করেছেন এই গুণী অভিনেতা। ভিন্নধর্মী গল্প ও চরিত্র নিয়ে তৈরি হওয়া সিনেমাটি ঘিরে দারুণ আশাবাদী তিনি।
নতুন সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বাবু বলেন, দর্শকরা তাকে এবার একেবারেই নতুন রূপে দেখবেন। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি। চরিত্রটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি তার আগের কাজগুলোর সঙ্গে কোনো মিল নেই বলেও জানান এই অভিনেতা।
গল্পের বিষয়ে আপাতত বিস্তারিত বলতে না চাইলেও বাবুর ইঙ্গিত, ‘প্রেসার কুকার’ শুধু বিনোদন নয়, দর্শকদের ভাবনার জগতে নাড়া দেবে। তার ভাষায়, এই সিনেমা দর্শকদের হলে টানবে এবং আলোচনার জন্ম দেবে।
সিনেমাটিতে বাবুর সহশিল্পী হিসেবে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম বুবলী, গাজী রাকায়েত ও নাজিফা তুষিসহ আরও অনেকে।
পরিচালক রায়হান রাফীর প্রশংসা করে ফজলুর রহমান বাবু বলেন, রাফীর সিনেমায় সব সময়ই আলাদা কিছু থাকে। এর আগে তার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, রায়হান দর্শকের রুচি ভালোভাবে বোঝেন এবং তার সিনেমাগুলো নিয়মিত দর্শককে হলমুখী করেছে। নতুন সিনেমাটিও ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস বাবুর।
বর্তমান সময়ের তরুণ নির্মাতাদের নিয়েও আশাবাদী এই অভিনেতা। তিনি মনে করেন, রায়হান রাফী, তানিম নূর, হিমেল আশরাফ, সঞ্জয় সমদ্দার ও মেহেদী হাসান হৃদয়ের মতো নির্মাতারা ভালো গল্প নিয়ে কাজ করায় আবারও সিনেমা হলে দর্শক ফিরছে।
এদিকে ‘প্রেসার কুকার’ ছাড়াও খুব শিগগিরই হাসান মোর্শেদের একটি নতুন সিনেমার শুটিং শুরু করবেন ফজলুর রহমান বাবু। পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
বাংলাদেশের নাটক নিয়ে বাবুর মন্তব্য, এখনো গল্পনির্ভর ভালো নাটক তৈরি হচ্ছে এবং দর্শক সেগুলো গ্রহণ করছে। অভিনয়ে চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে নিজের সৌভাগ্য বলে মনে করেন তিনি। জীবনের নানা স্তরের মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতাই অভিনয়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে–এমনটাই জানান এই গুণী অভিনেতা।
