হাসিনার আমলের তিন নির্বাচন গ্রহণযোগ্য ছিল না: প্রেস সচিব
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার
হাসিনার সরকারের সময়ে অনুষ্ঠিত তিন নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব জানান, সম্প্রতি ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেখানে ইইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী তারা। শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, এর আগে ইইউ কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ তাদের মূল্যায়নে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বর্তমানে মাঠের পরিস্থিতি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ রয়েছে এবং সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।
তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম। পতিত সরকারের সংশ্লিষ্টরা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলেও জানান তিনি।
শফিকুল আলম আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মতে নির্বাচনের আগে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। দেশে বিচ্ছিন্নভাবে দু-একটি হত্যাকাণ্ড ঘটলেও প্রতিটি ঘটনাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হচ্ছে।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের অবহিত করেছেন।
ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে। এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া মন্তব্য বা বিবৃতি না দেওয়ার আহ্বান জানান।
