সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরী নিহত

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তঘেঁষা এলাকায় চলমান সংঘর্ষে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরীর প্রাণহানি হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকালে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। সেই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে কিশোরীটি নিহত হয়। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ঘটনাটি ঘটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায়। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান ৬৪ বিজিবির অধিনায়ক। পাশাপাশি নিরাপত্তা জোরদার করে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

 

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।’

 

এদিকে স্থানীয়দের দাবি, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে আহত হয়ে আরসা গ্রুপের কয়েকজন সদস্য সীমান্ত পেরিয়ে পালিয়ে আসছে। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও সরকারের কঠোর পদক্ষেপ দাবি করছেন তারা।