রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

লুটপাটের সংস্কৃতি আর কখনই ফিরতে দেওয়া হবে না: গভর্নর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

দেশের ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি আর কখনও ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নয়, একাডেমিশিয়ানসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

 

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্স-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

 

গভর্নর আরও বলেন, ইসলামি ব্যাংকগুলো সাধারণ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে আমানতকারীদের ভালো মুনাফা দিতে সক্ষম হয়েছে। তবে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এ খাত থেকে বিপুল অর্থ লুটপাটের সুযোগ নিয়েছে। ইসলামি ব্যাংকিং খাত জনগণের আস্থা হারায়নি। গত এক বছরে সবচেয়ে বেশি আমানত এসেছে ইসলামি ব্যাংকগুলোতে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া সহায়তার অর্থ ফেরত দিয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ।

ঋণ বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিয়েছে, এবং একটি নতুন ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান গভর্নর।

 

শরিয়াহ বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “শরিয়াহ বোর্ডকে শক্তিশালী ও সাহসী ভূমিকা রাখতে হবে। বোর্ডের সদস্যদের চাকরির ভয় করলে চলবে না।”