রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

শপথ নিলেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) তাকে শপথবাক্য পাঠ করান ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল।

 

শপথ অনুষ্ঠানের পর নিজের প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। একটি দেশ যেটিকে আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।”

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, নতুন রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।