রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতেই মাঠে নেমেছে: খামেনি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, সরকারবিরোধী আন্দোলনে নামা মানুষ আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে চায়। বিক্ষোভকারীদের তিনি ‘গোলমালকারী’ হিসেবে অভিহিত করেন।

 

দেশটিতে টানা ১৩ দিন ধরে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ চলছে। মূল্যস্ফীতি বৃদ্ধি, মুদ্রার মানের পতন এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। অনেক বিক্ষোভকারী সরকারের পাশাপাশি মোল্লাতন্ত্রের অবসান দাবি করছেন। আবার কেউ কেউ রাজতন্ত্র পুনর্বহালের কথাও বলছেন।

 

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪৮ থেকে ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি মানুষ। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।

 

খামেনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি সতর্ক করে জানান, ‘ধ্বংসাত্মক উপাদান’ কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডও আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে। বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন, যদিও সরাসরি সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করেননি ট্রাম্প।

 

এই পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও বিক্ষোভের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।