লালমনিরহাট-২: বিএনপি প্রার্থীর আওয়ামী লীগ প্রীতিতে ক্ষুব্ধ তৃণমূল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
লালমনিরহাট-২ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিএনপির স্থানীয় একাধিক নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও সংশ্লিষ্ট ওই প্রার্থী প্রকাশ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন, যা দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, “যে দল দীর্ঘদিন আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের নেতা-কর্মীদের এভাবে বরণ করা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় লালমনিরহাটের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।
