মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ রংপুরের হেড কোচ মিকি আর্থার
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,‘ফিজ দারুণ পেশাদার একজন ক্রিকেটার। দলের জন্য সে অবিশ্বাস্য। আমাদের জন্য অসাধারণ খেলছে। আমরা জানি, বোলার হিসেবে সে কতটা ভালো। তার আরেকটি ব্যাপার হলো, সে খুব ভালো টিমম্যান এবং অসম্ভব বিনয়ী। তাকে সামলানোর কোনো ব্যাপার নেই। প্রতিদিন সে মাঠে নামে নিজের সেরাটা দেওয়ার জন্য।’
আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়াকে হতাশাজনক বলেও উল্লেখ করেছেন আর্থার। তবে তিনি বলেন, পেশাদার হওয়ায় মুস্তাফিজ বিষয়টি সহজে মেনে নিয়েছেন। ভাষাগত পার্থক্যের কারণে সব কথোপকথন পুরোপুরি বোঝা যায়নি, তবে ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি… এবং সেটা আমরা ওখানেই শেষ করে সামনে এগিয়েছি।’
